Saturday, January 25, 2025
বাড়িরাজ্যসি আই টি ইউ -র রিপোর্টিং সভা

সি আই টি ইউ -র রিপোর্টিং সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : গত ১৮ থেকে ২২ ফেব্রুয়ারী ব্যাঙ্গালোরে বামপন্থী শ্রমিক সংগঠন সিট্যুর ১৭ তম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার অফিস লেন স্থিত সিট্যু কার্যালয়ে এই সম্মেলনকে কেন্দ্র করে রিপোর্টিং সভা হয়। সাধারণ পরিষদের সমস্ত সদস্য এবং ইউনিয়নের নেতৃত্বরা এদিন অংশ নেন। শেষ হওয়া সম্মেলনে রাজনৈতিক বিষয়ে একটি ডকুমেন্ট দাখিল করা হয়। তার উপর ৪০ জন আলোচনায় অংশ নেয়। এরপর সর্বসম্মতি ক্রমে তা গৃহীত হয়।

 অন্যদিকে সিট্যুর অধীনে ৪ হাজার ইউনিয়ন রয়েছে। সেই ইউনিয়ন গুলির অবস্থা বর্তমানে কি এবং সিট্যুর বিভিন্ন কমিটি গুলির কাজকর্ম ও আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জয়েন্ট মুভমেন্ট নিয়েও আলোচনা হয়। সর্বভারতীয় গৃহীত ও আলোচ্য বিষয় গুলি নিয়ে এদিনের বর্ধিত সভার আয়োজন করা হয়েছে বলে জানান সিট্যুর সভাপতি মানিক দে। সি আই টি ইউ সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, তিনি আয়োজিত রিপোর্টিং সভায় বক্তব্য রেখে বলেন দেশে শ্রমিকরা উদারনীতি আক্রমণের সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা হলো মূল উদ্দেশ্য। আয়োজিত সভায় এছাড়াও উপস্থিত ছিলেন পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য