স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের মধ্য বাধারঘাটের মধ্যপাড়া এলাকায় ৭৭২ কানি কৃষি ভূমিতে বর্তমানে চাষাবাদ বন্ধ হয়ে রয়েছে। প্রয়োজনীয় জলের কারনে এই জমি গুলিতে ফসল ফলানো সম্ভবকর হয়ে উঠছে না কৃষকদের পক্ষে। মূলত আগরতলা – আখাউড়া রেল লাইনটি এই জমির উপর দিয়ে গেছে। এই রেল লাইনের উপর মাঝে একটি ব্রীজ নির্মাণ করা হয়েছে। সেই ব্রীজের কারনে এলাকার কৃষি কাজের জন্য প্রয়োজনীয় জল ছড়ার মাধ্যমে যেতে পারে না। জল আটকে থাকার দরুন জমিতে চাষাবাদ করতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে চাষিদের। সাত বছর যাবত এই সমস্যা নিরসনের জন্য কৃষকরা বহুবার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়। শেষ পর্যন্ত কিষাণ মোর্চার দারস্থ হয় কৃষকেরা।
কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক প্রদীপ বরন রায়ের নেতৃত্বে কৃষকেরা বিষয়টি নিয়ে কিষাণ মোর্চার সঙ্গে যোগাযোগ করে। এরপর প্রশাসনিক ভাবে উদ্যোগী হয় কিষাণ মোর্চা। রেল বোর্ডের কাছে জানানো হলেও তারা এলাকা সফর করে যায়। কিন্তু সমস্যার এখনো কোন সমাধান হয়নি। এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছে ৪৭৩ কৃষক পরিবার। রবিবার কিষাণ মোর্চার প্রদেশ সভাপতি জওহর সাহার নেতৃত্বে স্থানীয় কাউন্সিলার অভিজিৎ মল্লিক ও অন্যান্য নেতৃত্বদের নিয়ে এলাকায় যান। বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধান করার কথা জানায় কিষাণ মোর্চা। অবশেষে নির্বাচন শেষ হতেই সমস্যার সামাধানে ফের উদ্যোগী হয় কিষাণ মোর্চা। প্রদেশ সভাপতি জানান এই বিষয়টি নিষ্পত্তি করার ক্ষেত্রে বিলম্ব করছে রেল বোর্ড। এটা কোন ভাবেই কাম্য নয় বলে জানান তিনি। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীর গোচরে নেওয়া হবে। সমস্যা সমাধান করার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি। ২০১৭ সাল থেকে এই সমস্যায় ভুগছে কৃষকেরা । কিন্তু সমস্যা সমাধানের ক্ষেত্রে এখনো কোন পদক্ষেপ না নেওয়ায় কৃষকদের মধ্যে অসন্তোষ রয়েছে। দাবী উঠেছে অবিলম্বে সমস্যার সমাধান করুক রেল বোর্ড। নির্মীয়মাণ ব্রীজের উচ্চতা কমানো না গেলে সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানান কিষাণ মোর্চার প্রদেশ সভাপতি। ক্ষতিগ্রস্থ কৃষকদের আর্থিক সহায়তা প্রদানেরও দাবী জানান তিনি।