স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : ভয়াবহ বাইক দুর্ঘটনায় দুই যুবক বলি। ঘটনা রাজধানীর নন্দননগর এলাকায়। মৃত দুই যুবকের নাম সুজন মোদক এবং দেবাশীষ দেব। ঘটনা বিবরণে জানা যায়, শনিবার রাত এগারোটার নাগাদ পরিবারের লোকজনেরা খবর পায় নন্দননগর পি ডব্লিউ ডি অফিস এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেবাশীষ এবং সুজনের। দমকল কর্মীরা ছুটে গিয়ে দুই যুবককে জিবি হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেবাশীষের পরিবার। তারা জানতে পারে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর।
তবে দেবাশীষ ব্যবসার কাজে নন্দননগর এলাকা দিয়ে বাড়ি ফিরছিল বলে জানায় তার পরিবারের লোকজনেরা। তার বাড়ি আগরতলা ইন্দ্রনগর এলাকায়। এদিকে সুজন মোদকের পরিবারের লোকজনেরা জানান, ঘটনার পর টিএসআর জওয়ানদের বিষয়টি নজরে আসে। খবর দেয় দমকল কর্মীদের এবং পরিবারের লোকজনদের। পরিবারের লোকজনেরা জিবি হাসপাতালে এসে দেখতে পায় মৃত্যু হয়েছে সুজনের। সুজনের পরিবারের লোকজনদের বক্তব্য ঘটনার পর জিবি হাসপাতালে নিয়ে এসেছিল দমকল কর্মীরা। কিন্তু চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুজন। এদিন খয়েরপুর ত্রিননাথ বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটেছে সুজনের সাথে বলে জানায় তার পরিবার। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই পরিবারের মধ্যেই শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনায় মৃত দেবাশীষ দেবের বয়স ২৯ বছর এবং সুজন মোদকের বয়স ২৮ বছর। তবে এলাকাবাসীর সূত্রের খবর নন্দননগর এ রাস্তাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাইক সহ ছোট ও মাঝারি গাড়ি এই রাস্তা দিয়ে অস্বাভাবিক গতিতে চলাচল করছে। পুলিশ প্রশাসন গাড়ির গতি রুখতে এবং যান দুর্ঘটনা রোধ করতে কোন ধরনের কড়া পদক্ষেপ গ্রহণ করছে না। যার পরিপ্রেক্ষিতে এই দুর্ঘটনা বহু পরিবার পরিজন হারাচ্ছে। আবার কেউ কেউ পঙ্গু হয়ে পরিবারে কাছে বোঝা হয়ে পড়েছে। কিন্তু এ ধরনের দুর্ঘটনা নিয়ে আর কতদিন প্রশাসন ঢিলামি করবে ? এ ধরনের একাধিক প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের মনের দাগ কাটতে শুরু করেছে।