Friday, May 30, 2025
বাড়িরাজ্যরক্তদান শিবির অনুষ্ঠিত

রক্তদান শিবির অনুষ্ঠিত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ফেব্রুয়ারি :  নির্বাচনকে কেন্দ্র করে রক্তের ঘাটতি দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা নির্বাচনে ব্যস্ত হয়ে পড়ায় ব্লাড ব্যাংক গুলিতে তীব্র রক্ত সংকট শুরু হয়েছে। রোগীর পরিজনেরা এ রক্তের জন্য কখনো সামাজিক মাধ্যমের সহযোগিতা আবার কখনো বিভিন্ন সামাজিক সংস্থার দুয়ারে দুয়ারে ঘুরছে। কিন্তু রক্তের চাহিদা প্রবল হওয়ায় মেটানো সম্ভব হচ্ছে না। এরই মধ্যে ভারতীয় জনতা পার্টির ৬ আগরতলা মন্ডলের সহায়তায় এবং ৬ আগরতলা বিজেপি ক্লাব সেলের উদ্যোগে রবিবার মেগা রক্তদান শিবির হয়।

এদিন জিবি-র ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি ৬ আগরতলা মন্ডল সভাপতি হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা। উপস্থিত নেতৃবৃন্দ বলেন বিজেপি-র মূল বিষয় হল সেবাই সংগঠন। মানুষের জন্য যত পরিষেবা দেওয়া যাবে ততই সংগঠন মজবুত হবে। নির্বাচন শেষ হওয়ার পর মানুষের স্বার্থে রক্তদানে এগিয়ে এসেছে কর্মকর্তারা। নির্বাচনের জন্য শিবির করা যায়নি। তাই কিছু সঙ্কট দেখা দিয়েছিল। নির্বাচন পর্ব শেষ হতেই সিদ্ধান্ত ক্রমে প্রতিটি মণ্ডলে রক্তদান শিবির করা হবে। ৫০ জনের অধিক এদিন রক্তদান করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!