Monday, January 13, 2025
বাড়িরাজ্যবাড়ছে এইচআইভি পজিটিভ ও এইডস সংক্রমনের সংখ্যা, সচেতনতায় গুরুত্ব

বাড়ছে এইচআইভি পজিটিভ ও এইডস সংক্রমনের সংখ্যা, সচেতনতায় গুরুত্ব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : রাজ্যে এইচআইভি পজিটিভ ও এইডস সংক্রমনের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। পরিস্থিতি মোকাবেলায় সচেতনতামূলক প্রচার কর্মসূচি গ্রহণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম বলে অনেকে মনে করছেন। জনসচেতনা  বৃদ্ধির জন্য দায়িত্বপ্রাপ্ত দপ্তরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি উঠেছে।  রবিবার রাজধানীর আগরতলা শহরে সরকারি অর্থরাশি ব্যয় করে সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করলেও কতটা এইডস  মুক্ত হচ্ছে ত্রিপুরা সেটা  পরিসংখ্যানেই বলে দেয়।

 রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্টেট লেভেল মিউজিক এন্ড প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় উদ্যোক্তারা জানান রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে এইডস। এর থেকে পরিত্রাণের জন্য আজকের এই সচেতন মূলক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। তারা এদিন উদ্বেগ প্রকাশ করে বলেন ৬০ শতাংশ এইডস পজেটিভ হচ্ছে স্কুল ও কলেজ পড়ুয়া। নেশার ছোবলে তারা অসচেতন হয়ে পজেটিভ হয়ে পড়ছে। যা অত্যন্ত চিন্তার বিষয়। তাই এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে এ ধরনের সচেতনামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে স্টেট লেভেল মিউজিক এন্ড প্রতিযোগিতা দ্বারা কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? সচেতন মহলে এ ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য