Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যকেন্দ্রীয় প্রতিমন্ত্রীর জয় নিয়ে সংশয় প্রকাশ করলেন জিতেন

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর জয় নিয়ে সংশয় প্রকাশ করলেন জিতেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ফেব্রুয়ারি :  আগামী দুই মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি দুই অংকে পৌঁছাতে পারবে না। জয় নিয়ে ১০০ শতাংশের অধিক নিশ্চিত বলে জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রবিবার শান্তিরবাজার সি পি আই এম কার্যালয়ে গিয়ে সি পি আই এম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিজেপির তীব্র সমালোচনা করেন। তিনি শান্তিরবাজারের সি পি আই এম কর্মী সমর্থকদের নিয়ে এক আলোচনা সভায় মিলিত হন।  আলোচনা সভার মাধ্যমে নির্বাচনের ভোট গনানকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মনবল জোগালেন জিতেন্দ্র চৌধুরী। তারপর শান্তির বাজার সি পি আই এম কার্যালয়ে আলোচনা শেষে তিনি চলে যান জোলাইবাড়ী সি পি আই এম কার্যালয়ে। সেখানে সি পি আই এম কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভায় মিলিত হন। 

 আলোচনা সভা শেষে প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গত পাঁচটি বছর মানুষ অক্লান্ত পরিশ্রম করে লড়াই আজ এই জায়গায় নিয়ে এসেছে, তার সুফল যাতে ২ মার্চের পর সকলে পেতে পারে এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের যাতা যাতে আবার চলতে পারে এর আহ্বান জানান জিতেন্দ্র চৌধুরী। শ্রী চৌধুরী বলেন যারা সিপিআইএমের শত্রুপক্ষ বিজেপি’র প্ররোচনায় যাতে কেউ পা না দেয়। তিনি আরো জানান, বিজেপি বিধানসভা নির্বাচনে ফলাফলে দুই সংখ্যায় উঠতে পারবে না। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর জয় নিয়ে সংশয় প্রকাশ করেন। এবং এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গ পাঙ্গরা আর ফিরতে পারবে না। তারা ইতিহাসের আস্তা কুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে অভিমত ব্যক্ত করলেন জিতেন্দ্র চৌধুরী। আলোচনা সভায় এদিন উপস্থিত ছিলেন বিধায়ক সুধন দাস, সি পি আই এম শান্তির বাজার মহকুমার সম্পাদক মন্ডলীর সদস্য আশুতোষ দেবনাথ, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের সি পি আই মনোনিত প্রার্থী সত্যজিৎ রিয়াং, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সি পি আই এম মনোনিত প্রার্থী দেবেন্দ্র ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য