রায়পুর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন সনিয়া গান্ধী। রায়ুপুরে দলের প্লেনারি অধিবেশনের দ্বিতীয় দিন প্রাক্তন সভানেত্রী বলেন, ভারত জোড়ো যাত্রার সমাপ্তির সঙ্গে সঙ্গে তিনিও জাতীয় রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রায়পুরে প্লেনারি অধিবেশনে ১৫ হাজার কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখছিলন সনিয়া গান্ধী। প্রাক্তন সভানেত্রী বলেন, এটা ভেবে তিনি আপ্লুত যে ভারত জোড়ো যাত্রা কর্মসূচির সমাপ্তি হয়েছে এবং সেই সমাপ্তির পরে এবার তিনিও জাতীয় রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
ছেলে রাহুলের নেওয়া কর্মসূচিরও প্রশংসা করেছেন সনিয়া গান্ধী বলেন, ভারত জোড়া যাত্রা সফল। কংগ্রেসের জনপ্রিয়তা, দেশবাসীর মধ্যে দলের গ্রহণযোগ্যতা এতটুকু কমেনি। যাত্রাকালে রাহুলের পাশে দাঁড়িয়েছন দলের অগনিত কর্মী সমর্থক। এটা দেখে আরও একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে মানুষ কংগ্রেসকে পেতে চাইছে। কংগ্রেস যেমন সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চায়, দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যেতে প্রস্তত তারা যারা সাম্প্রদায়িক একটি দলকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত জোড়ো যাত্রায় দলের যে সব নেতাকর্মী অংশ নিয়েছিলেন, তাদের সকলকে আমার অভিনন্দন।