আগরতলা, ১৮ ডিসেম্বর (হি.স.) : দিব্যাঙ্গদের জন্য বছর দেড়েকের মধ্যেই ত্রিপুরায় কম্পোজিট রিজিওনাল সেন্টার খুলে যাবে। ৪০ কোটি ব্যয়ে ওই সেন্টারের নির্মাণকাজ জোরকদমে চলছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দফতরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ শনিবার এই থবর দিয়েছেন। সাথে তিনি যোগ করেন, আগামী বছর ত্রিপুরায় আরও তিনটি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র খোলা হবে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চল আগামী দিনে একাধিক উন্নয়নের সাক্ষী থাকবে। কারণ অসমের কামরূপ জেলায় প্রতিবন্ধী অধ্যয়ন এবং পুনর্বাসন বিজ্ঞান শীর্ষক বিশ্ববিদ্যালয় শীঘ্রই চালু হবে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার মেঘালয়ে ক্রীড়া কলেজ খোলার স্বপ্ন দেখছে। ইতিমধ্যে জমি চিহ্নিত হয়ে গেছে।
তাঁর কথায়, আগামী বছর দেড়েকের মধ্যে ত্রিপুরায় মোহনপুরে কম্পোজিট রিজিওনাল সেন্টার চালু হতে যাচ্ছে। তাতে ৪০ কোটি টাকা ব্যয় হবে। এছাড়া ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে আগামী দিনে এমনই কম্পোজিট রিজিওনাল সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় আরও তিনটি জেলায় আগামী বছর জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র খোলা হবে। উত্তর ত্রিপুরা, সিপাহিজলা এবং খোয়াইয়ের জেলা শাসকগণ এ-বিষয়ে প্রস্তাব পাঠিয়েছেন।
ত্রিপুরায় বছর দেড়েকের মধ্যে খুলবে কম্পোজিট রিজিওনাল সেন্টার : কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা
সম্পরকিত প্রবন্ধ