Friday, February 7, 2025
বাড়িরাজ্যগন অবস্থানে বসবে ত্রিপুরা কর্মচারি সমন্বয় কমিটি

গন অবস্থানে বসবে ত্রিপুরা কর্মচারি সমন্বয় কমিটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ডিসেম্বর : রাজ্যে গত ৪৬ মাসে কোন প্রতিশ্রুতি পালন করেনি সরকার। তাই আগামী ১৯ ডিসেম্বর ১০ দফা দাবিতে ত্রিপুরা কর্মচারি সমন্বয় কমিটি আগরতলা সিটি সেন্টারের সামনে গন অবস্থানে বসবে। তিন ঘন্টা গণঅবস্থান করবে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির সদস্যরা। শনিবার দুপুরে ত্রিপুরা কর্মচারী সমন্বয় ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন বল। তিনি জানান, গত কয়েক বছর ধরে সর্বনাশা এন পি এস প্রত্যাহার করে পুরাতন ডিফাইন্ড পেনশন স্কিম চালু করার দাবি জানানো হচ্ছে।

 কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে সর্বভারতীয় সংগঠন সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী মহাসংঘ দাবি জানিয়ে আসলেও সরকার কোনো কর্ণপাত করছে না। সংবিধানের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। ডিসেম্বর মাসে ব্যাঙ্গালোরে একটি বৈঠক সংঘটিত হয়। বৈঠক থেকে সিদ্ধান্ত হয় আন্দোলন গড়ে তোলার। কারণ রাজ্য সরকারও যে নিতি গ্রহণ করে আসছে। এবং বর্তমানে দেশের ৪০ শতাংশ কর্মচারী এন পি এস -এর আওতায় চলে গেছে। বাকিদেরও এন পি এস -এর আওতায় আনতে প্রচেষ্টা করছে সরকার। ফলে বহু পরিবার পেনশন থেকে বঞ্চিত হবে। পেনশনের উপর নির্ভরশীল রয়েছে বহু পরিবার। অপরদিকে সরকার নিয়মিত করণের ভিত্তিতে নিয়োগ না করে প্রকল্পের মাধ্যমে চাকুরি ঘোষণা করছে। ফলে বহু যুবক যুবতী নিয়মিত চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং যতদিন প্রকল্পগুলি থাকবে ততদিন চুক্তির ভিত্তিতে চাকরি করতে পারবে যুবক-যুবতীরা। তাই সরকারের প্রকল্পের মাধ্যমে নিয়োগ করার নীতি বাতিলের দাবি জানানো হবে। একইভাবে আউটসোর্সিং -এর মাধ্যমে ঠিকাদার দিয়ে নিয়োগ করছে সরকার। এতে স্থায়ী কর্মচারীদের মতো বেতন পাবে না আউটসোর্সিং -এর মাধ্যমে চাকুরিরত কর্মীরা। আরো বলেন, ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের রুটি রোজগারের অভাব। আরও দাবি জানান রাজ্য স্বাস্থ্য, শিক্ষা সহ অন্যান্য দপ্তরে হাজার হাজার শূন্যপদ রয়েছে। সেসব শূন্যপদ গুলি নিয়োগ না করে অবলুপ্ত করে দেওয়া হচ্ছে। কর্মী স্বল্পতায় পরিষেবা ব্যাহত হচ্ছে। কর্মরত সরকারি কর্মচারীরা নাজেহাল হচ্ছে। বেকারদের সংখ্যা বাড়ছে। তাই সরকারি দপ্তর গুলিতে যাতে নিয়োগ করা হয় তার জন্য গণঅবস্থান স্থল থেকে সরকারের কাছে দাবি জানানো হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য