স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ফেব্রুয়ারি : স্মার্ট সিটিতে আবারো দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। পুলিশ কোনভাবেই চুরির ঘটনা নিয়ন্ত্রণে আনতে পারছে না। কিছু কিছু ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারলেও অধিকাংশ ঘটনায় শূন্য হাতে ফিরতে হচ্ছে। এরই মধ্যে মঙ্গলবার পূর্ব থানার অন্তর্গত আড়ালিয়া সুভাষপল্লী ৩ নং ওয়ার্ড এলাকায় অনিমা দাসের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অনিমা দাস জানান সোমবার রাতে সন্ধ্যার পর ঘরে তালা দিয়ে কাজে চলে যান। সেই সময় বাড়ি খালি ছিল। কাজ সেরে মঙ্গলবার সকালে বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের একটি জানালা ভাঙ্গা। এরই মধ্যে ঘরে প্রবেশ করে চুরির ঘটনাটি দেখতে পান। অনিমা দাস জানান চোরের দল ঘরের জানালা ভেঙ্গে ঘরেতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার সহ ১৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ খবর পেয়ে আসে। অনিমা দাস জিবিতে ক্যাজুয়াল কর্মী হিসাবে কর্মরত। তবে স্থানীয় কেউ যুক্ত রয়েছে বলে তাদের সন্দেহ।