Thursday, March 30, 2023
বাড়িরাজ্যবাড়ি থেকে ডেকে নিয়ে গাড়ি চালককে মারধর, থানায় মামলা

বাড়ি থেকে ডেকে নিয়ে গাড়ি চালককে মারধর, থানায় মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : মালিকের কাছে বেতন দাবি করতে হাত-পা বেঁধে গাড়ির চালককে বেধড়ক মারধর করল গাড়ির মালিক। সোমবার  চালককে মারধর করার অভিযোগ এনে মালিকের কঠোর শাস্তির দাবিতে উত্তর চড়িলাম আড়ালিয়া এলাকার মানুষ মালিকের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করা হয়।

জানা যায় উত্তর চড়িলাম আড়ালিয়া এলাকায় চালক হান্নান মিয়া পুটিয়া বক্সনগর এলাকার সুলতান মিঞার গাড়ী দীর্ঘদিন যাবত চালায়, হান্নান মিঞার পরিবারে কিছু সমস্যার জন্য সুলতান মিঞার গাড়ি দীর্ঘ কয়েক দিন যাবত চালানো বন্ধ করে দিয়েছিলেন। পরে গাড়ি চালক হান্নান মিয়া তার বকেয়া টাকা দাবি করেছিলেন গাড়ির মালিক সুলতান মিঞার কাছে। হান্নান মিঞাকে বেতন দেবার নাম করে বাড়ি নিয়ে বেধড়ক মারধর করে সুলতান মিঞা। পরিবারের সদস্যরা খবর পেয়ে হান্নান মিঞার পরিবার ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উত্তর চড়িলাম আড়ালিয়া নিয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে হান্নান মিঞার পরিবার সুলতান মিঞার বিরুদ্ধে মামলা দায়ের করেন বিশালগড় থানায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য