স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : ভোটের রাতে সিপিআইএম কর্মীর গাড়ি পুড়লো আগুনে।ঘটনা কমলপুর মহকুমা মানিক ভান্ডার বাজার সংলগ্ন এলাকায়। গাড়ির মালিকের নাম বাদল অ্যাশ। ঘটনার বিবরণে জানা যায়, মানিকভান্ডার বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা বাদল অ্যাশের বাড়িতে রাত দশটা নাগাদ মারুতি গাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
বাদল অ্যাশ সি পি আই র সক্রিয় কর্মী বলে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করেছে দুর্বৃত্তরা। রাতে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। ২০১৮ সালের পর আটবার তার বাড়িঘরে আক্রমণ হয়। ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক জানান বিষয়টি পুলিশের নজরে আনা হবে। যাতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনত শাস্তির ব্যবস্থা করা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।