Tuesday, January 21, 2025
বাড়িরাজ্যভোট পড়েছে ৮৭.৬৩ শতাংশ

ভোট পড়েছে ৮৭.৬৩ শতাংশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : পূর্বের রেকর্ড ভাঙতে না পারলেও ভোট পড়েছে ৮৭.৬৩ শতাংশ। বড় মাত্রায় ভোট দিয়েছে মহিলা ভোটাররা। উৎসবের মেজাজে হয়েছে ভোট। মাঝরাতে প্রকাশ হলো ভোটের হার। উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি রাজ্যে গণতন্ত্রের মহাযজ্ঞে যাতে ১০০ শতাংশ ভোট যাতে পরে সেজন্য সংকল্পবদ্ধ ছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু বৃহস্পতিবার বিধানসভা নির্বাচন বিগত ভোটের রেকর্ড ভাঙতে পারে নি বলার চলে। ভোটের হার ৯০ শতাংশ অতিক্রম করতে পারেনি।

 ভোটারের সংখ্যা ছিল এ বছর ২৮ লক্ষ ১৪ হাজার ৫৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লক্ষ ১৫ হাজার ২৩৩ জন। মহিলা ভোটার ১৩ লক্ষ ৯৯ হাজার ২৮৯ জন। বৃহন্নলাল ছিল ৬২ জন। এর মধ্যে ভোট দিয়েছে ২৪ লক্ষ ৬৬ হাজার ৫১১ জন। পুরুষ ভোট দিয়েছেন ১২ লক্ষ ১৮ হাজার ৭৬৪ জন এবং মহিলা ভোট দিয়েছেন ১২ লক্ষ ৪৭ হাজার ৭০৫ জন। পুরুষ থেকে অধিক ভোট দিয়েছে মহিলারা। মহিলারা ভোট দিয়েছে ৮৯.১৭ শতাংশ, পুরুষরা ভোট দিয়েছে ৮৬.১২ শতাংশ। বৃহন্নলাল ভোট দিয়েছে ৪২ জন। অর্থাৎ ৬৭.৭৪ শতাংশ। সন্ধ্যার পরেও বুথে বুথে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। দীর্ঘ রাত পর্যন্ত ভোটাররা ভোট দিয়েছে এদিন। ভোট পড়েছে সর্বমোট ৮৭.৬৩ শতাংশ।

এদিন সকাল থেকেই মানুষের মধ্যে ছিল উৎসবের মেজাজে ভোট দেওয়ার খুশি। বিভিন্ন জায়গায় বাধা প্রাপ্ত হয়েও মানুষ দল বেঁধে ভোট দিতে গেছে। দিব্যাঙ্গন এবং ১০০ বছরে বৃদ্ধা পর্যন্ত গণতন্ত্রের মহাযজ্ঞে এদিন সামিল হয়েছে। ভোটে পর সবকটি রাজনৈতিক দলই জনগণের সাড়া নিয়ে অভিনন্দন জানিয়েছে। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে। মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার সুষ্ঠুভাবে প্রদান করতে পারে তার জন্য রাজ্যে ৪০০ কোম্পানি আধা সামরিক বাহিনী এবং কুড়ি হাজার পুলিশ ও টিএসআর সহ নিরাপত্তা বাহিনী দায়িত্বে ছিল। কিন্তু এদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষিপ্ত সন্ত্রাসে যেন মানুষকে কিছুটা হল আতঙ্কগ্রস্ত করেছে। ঝড়েছে রক্ত। কিন্তু সব মিলিয়ে বলা যায় মানুষ ভোট দিয়েছে। কিন্তু অতীতের রেকর্ড ভাঙতে পারেনি নির্বাচন কমিশন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য