Tuesday, January 21, 2025
বাড়িরাজ্যষড়যন্ত্র ভেঙ্গে দিতে বাঁধভাঙ্গা স্রোতের মতো ঘর থেকে বের হয়ে এসেছে জনগণ...

ষড়যন্ত্র ভেঙ্গে দিতে বাঁধভাঙ্গা স্রোতের মতো ঘর থেকে বের হয়ে এসেছে জনগণ : জিতেন্দ্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি :  এবারের চ্যালেঞ্জ ছিল মানুষ ভোট দিতে পারবে কিনা। তাই কেউ ভোট না দিয়ে ফিরে গেছে বলে মনে হয় না। কারণ মানুষ বিজেপির ষড়যন্ত্র ভেঙ্গে দিতে বাঁধভাঙ্গা স্রোতের মতো ঘর থেকে বের হয়ে এসেছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। এটা গণতন্ত্রের পক্ষে একটা ইতিবাচক দিক।

বৃহস্পতিবার দুপুরে ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের ৪ নং বুথের কলাছাড়া গার্দাং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিয়ে এই কথা বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা সাব্রুম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই জনগণের অভূতপূর্ব সাড়া দেখা গেছে। মানুষ চাইছে রাজ্যে আগামী দিন সংবিধান কার্যকরী করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। ছাপ্পা ভোটের প্রতিনিধি আর দেখতে চাইছে না রাজ্যের জনগণ। মানুষের এই জনগণের সরকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আগামী দিন বাস্তবায়ন হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, এদিন সকাল থেকেই ই ভি এম মেশিন বিভিন্ন জায়গায় গোলযোগ হতে দেখা গেছে। এ ধরনের গোলযোগ ত্রিপুরায় আগে খুব কম হতো। আজ ভোট দিতে এসে ভোটারদের ঘন্টার পর ঘন্টা ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে সক্রিয় হওয়ার দরকার ছিল বলে জানান জিতেন্দ্র চৌধুরী। তবে তিনি এই কথা বলেন ইভিএম মেশিন এ ধরনের গোলযোগ হওয়ার পেছনে কোন কারণ আছে কিনা তাও দেখতে হবে। তবে জয় নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য