স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : আগামী ২ মার্চের জন্য অপেক্ষা করুন। চিন্তার কোন কারণ নেই। জনগণ পাশে আছে। জয় ১০০ শতাংশ নিশ্চিত। বৃহস্পতিবার দুপুরে মান্দাই বাজারে অবিরাম মুখোম এস বি স্কুলে ভোট দিয়ে কর্মীদের উদ্দেশ্যে এ কথাই বললেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। তিনি বলেন, আজকের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর এই লড়াইয়ে বোবাগ্রা জনগণকে কিছু দিতে চান। কিন্তু যারা দুই থেকে তিন শতাধিক গুন্ডা দিয়ে কুড়ি লক্ষ মানুষকে ভোটে বাধা দেওয়ার চেষ্টা করছে তারা কিছুই করতে পারবে না। এবং ধনপুর, মোহনপুর, চড়িলাম বিভিন্ন সন্ত্রাসের খবর রয়েছে। কিন্তু এগুলি করে কিছু লাভ হবে না। সরকারি প্রতিষ্ঠিত করে সাংবিধানিক অধিকার নিয়ে লড়াই করবেন বলে জানান প্রদ্যোত কিশোর দেববর্মন। এদিন প্রদ্যোত কিশোর দেববর্মনের সাথে ছিলেন ওয়াই টি এফ এবং তিপ্রা মথার কর্মীরা। প্রদ্যোত কিশোর দেববর্মনকে কাছে পেয়ে অত্যন্ত খুশি দলের কর্মীরা।