স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ডিসেম্বর : বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য সরকারকে শুভেচ্ছা জানালো ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। ১০০ টি স্কুলে সি বি এস সি মডেলে এই প্রকল্প লাগু হবে। তবে এই বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে সমাজের বিভিন্ন শীক্ষানুরাগী মহলের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এই বিভ্রান্তি দূরীকরণে দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান এ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় পাল। তিনি আরও জানান এই বিদ্যাজ্যোতি প্রকল্প সম্পূর্ণ সরকারী প্রকল্প। এখানে বেসরকারিকরনের কোন দিক লক্ষ্য করা যায়নি। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার গুনগত মান বৃদ্ধি পাবে এবং পিছিয়ে পড়া গরীব অংশের ছাত্র ছাত্রীরা নতুন সুযোগ পাবে বলে জানান তিনি। গত বছর ২০ টি স্কুলকে সি বি এস সি-তে রূপান্তর করা হয়।
যে কারনে ফলাফল ও ভর্তির ক্ষেত্রে হার বৃদ্ধি পেয়েছে। এই বিদ্যাজ্যোতি প্রকল্প দেশ ব্যাপী কার্যকর হয়েছে। সিক্ষার বিকাশের জন্য মেধাবী সম্পন্ন ছাত্র ছাত্রী তৈরি করতেই এই উদ্যোগ। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন বিদ্যাজ্যোতি প্রকল্পকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তীর বিরুদ্ধে ধিক্কার ও নিন্দা জানায়। এই ধরনের অপ চেষ্টার বিরুদ্ধে রাজ্যের সমস্ত টেট টিচারদের বিরোধীরতা করার আহ্বান জানান তিনি।