Tuesday, January 21, 2025
বাড়িরাজ্যত্রিপুরার উন্নয়নের জন্য আরো পাঁচ বছর সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী

ত্রিপুরার উন্নয়নের জন্য আরো পাঁচ বছর সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি :  জয় মা ত্রিপুরা সুন্দরী। আমার প্রিয় ত্রিপুরাবাসী, ভাই ও বোনেরা সকলকে আমার নমস্কার, খুলুম খা, আপনারা কেমন আছেন। শনিবার রাজ্য সফরে এসে মন্দির নগরীতে গিয়ে রাজ্যবাসীকে সম্বোধন করে এই কথাগুলি বলে বক্তব্য শুরু করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, একজন গরিবকে যাতে ক্ষুধার্ত না থাকতে হয় তার জন্য সংকল্প নিয়ে জনগণের চরণে বসে আছেন প্রধানমন্ত্রী।

 প্রধানমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, ২০১৮ সালের যখন ত্রিপুরায় ভোট প্রচারে যখন এসেছিলাম তখন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি সৈনিক ছিলেন নতুন। কিন্তু রাজ্যবাসী এই সৈনিকদের উপর ভরসা করেছিল। ভেবেছিল যে তারাই আগামী দিনে রাজ্যের মানুষের জন্য কাজ করবে। ত্রিপুরাকে ডাবল ইঞ্জিনের সরকার হীরা বানিয়ে দেবে। ত্রিপুরা মানুষ ভরসা করে যখন ডাবল ইঞ্জিনের সরকার ২০১৮ প্রতিষ্ঠা করেছে তখন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিক দিনরাত চেষ্টা করে পাঁচ বছরে ত্রিপুরাকে হীরা বানিয়েছে। আজকের যখন ত্রিপুরায় মানুষ বহির্রাজ্যে থেকে আসে তখন সেই হীরার অনুভব নিয়ে যায় বলে জানান প্রধানমন্ত্রী। বিজেপি সরকার আসার পর ত্রিপুরার সুশাসন ফিরে এসেছে। কিন্তু কমিউনিস্টরা বছরের পর বছর ধরে বাড়ি বাড়ি মানুষের কাছ থেকে লুট করেছে। মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে গরিব করে রেখেছিল এই কমিউনিস্ট।

তাই আসন্ন নির্বাচনে কংগ্রেস এবং বামফ্রন্ট থেকে সতর্ক থাকতে হবে। ভারতীয় জনতা পার্টি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ত্রিপুরাকে নতুন করে পরিচিতি দিয়েছে। পাঁচ বছরে ত্রিপুরা বিকাশের দিকে এগিয়েছে। এই ত্রিপুরা কোন এক সময় অন্ধকারে ছিল। আর এই ত্রিপুরা আজ বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে। শুধু তাই নয় বিজেপি সরকারের আমলে ত্রিপুরার সাড়ে তিন লক্ষাধিক পরিবারের বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা মিলেছে। চার লক্ষাধিক পরিবারকে নল বাহিত জলের সুবিধা মিলেছে। আর মা বোনেরা যখন নল খুলে জল পায় তখন আশীর্বাদ বর্ষণ হয় নরেন্দ্র মোদির উপর। নরেন্দ্র মোদী এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে আরও বলেন, পাঁচ বছর আগে যখন ত্রিপুরায় কমিউনিস্টদের সরকার ছিল তখন গরিব পরিবারে চূল্লি জ্বলতো না। গরিবদের জন্য যে রেশন সামগ্রী আসতো সেটা পর্যন্ত লুট করে নিতো এই বামফ্রন্ট সরকার। তাই ত্রিপুরা থেকে বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত করেছে জনতা। আজ এই ডাবল ইঞ্জিন সরকারের সুফল ত্রিপুরার প্রত্যেকটা নাগরিক অনুভব করছে। প্রধানমন্ত্রী আরো বলেন ত্রিপুরার তিন লক্ষাধিক পরিবারকে ডাবল ইঞ্জিনের সরকার পাকা ঘর দিয়েছে। যেসব গরিব পরিবার এখনও পাকা ঘরের সুবিধা পায় নি তাদের জন্য ঘর বিজেপি সরকারে দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হয়ে প্রদান করা হবে। প্রধানমন্ত্রী আরো বলেন ভারতীয় জনতা পার্টি গরিবের সরকার। তাই সরকারে এসে সামাজিক ভাতা ৭০০ টাকা থেকে বিক্রি করে দুই হাজার টাকা করেছে।

আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণের প্রত্যেকটা ভোট অত্যন্ত অনুভবের। এই ভোট আগামী দিনে ত্রিপুরাকে বিকাশে শীর্ষে নিয়ে পৌঁছাবে। এবং প্রত্যেকটি ভোট ত্রিপুরাকে বিনাশ থেকে রুখতে কাজ করবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত করবে বলে দীঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। উদয়পর স্পোর্স কম্প্লেক্সের মাঠে বিজেপি দলের বিজয় সংকল্প সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের আক্রমণ করে এদিন আরো বলেন আজকের জনসমাগম দেখে বিরোধীদের ঘুম উড়ে যাবে। আয়োজিত সমাবেশে এই দিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ অন্যান্য মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য