স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : বিজেপির নির্বাচনী ব্যানারের উপর কংগ্রেস প্রার্থীর পোস্টার লাগানো ঘিরে ব্যাপক উত্তেজনা তেলিয়ামুড়ায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার বিবরণে জানা যায়, বিজেপির তেলিয়ামুড়া মন্ডলের পাঁচ নং শক্তি কেন্দ্রের বারান্দায় লাগানো বিজেপি দলের নির্বাচনী ব্যানারের উপর রাতের আধারে বিরোধী দলের প্রার্থী অশোক কুমার বৈদ্যর প্রচারের স্টিকার লাগিয়ে দেয়।
এই ঘটনাটি লক্ষ করে শনিবার সকাল থেকেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। বিজেপি দলের কর্মী সমর্থকরা খবর পেয়ে ছুটে আসে। অভিযোগ সি পি আই এম দলের বেশ কিছু কর্মীরা তখন লাঠি হাতে নিয়ে আসে বিজেপি কর্মীদের দিকে। অপর দিকে সি পি আই এম -এর অভিযোগ তাদের কয়েকজন সদস্যকে পোস্টার লাগানোর ঘটনার সাথে জড়িত সন্দেহে তুলেছিল শাসক দল। পরে প্রার্থী অশোক কুমার বৈদ্যকে এনে নিজ হাতে বিজেপির ব্যানারের উপর থেকে লাগানো কংগ্রেসের স্টিকার খুলে নেয়। অবশেষে বিজেপির ব্যানারের উপর নিজের পোস্টার লাগানোটা তিনি নিজেই খুলে নেন। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।