স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : উপমুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র চড়িলামে আক্রান্ত কংগ্রেস প্রার্থী অশোক দেববর্মা। বর্তমানে বিশ্রামগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার বিবরণের জানা যায় শনিবার সকাল ১১ টা নাগাদ চড়িলাম কেন্দ্রের বিরোধী প্রার্থী অশোক দেববর্মা বংশীবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারে গেলে প্রার্থী অশোক দেববর্মার উপর তিপ্রা মথার দুষ্কৃতিকারীরা আচমকা হামলা চালায়। ভেঙ্গে দেওয়া হয় অশোক দেববর্মার গাড়ি।
ঘটনাস্থল থেকে প্রার্থী অশোক দেববর্মা প্রাণ রক্ষার্থে আহত অবস্থায় পালিয়ে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কংগ্রেস এবং সিপিআইএম -এর নেতৃত্ব। আহত প্রার্থী অশোক দেববর্মার অভিযোগ তিপরা মথার দুষ্কৃতিকারীরা তার উপর আক্রমণ চালিয়েছে। তার গাড়িও ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা। আধা সামরিক বাহিনীর জওয়ানরা এলাকায় মোতায়েন রয়েছে।