স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : নির্বাচন কমিশনের জিরো ভায়োলেন্সের প্রতিশ্রুতি হাতিয়ার করতে পারছে না প্রশাসন। যার ফলে সন্ত্রাসমুক্ত নয় বিশালগড় মহকুমা। শুক্রবার রাতে আবারো এক বাড়ির ঘরের মধ্যে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা বলে অভিযোগ।
জানা যায় বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় এদিন রাতেবেলা একদল দুষ্কৃতিকারীরা অজিত নট্টের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পরবর্তী সময় বাড়ির লোকজন আগুনের লেলিহান দেখতে পেয়ে চিৎকার শুরু করে। আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নির্বাচন পাঁকমুহুর্তে পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও এই ধরনের কার্যকলাপ বেড়ে চলেছে। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয়েছে। অজিত নাট্য জানান, তার মেয়ে দেখতে পায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু সঠিক সময়ে নজরে আসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নাহলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হতো বলে মনে করছেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসনিক তদন্তে কি বের হয়ে আসে।