স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : বিজেপি নেতৃত্বাধীন সরকার দেশকে ধ্বংস করে দিতে চাইছে। ত্রিপুরার মানুষের সাথে গত পাঁচ বছরে বিজেপি এবং আই পি এফ টি জোট সরকারের কারণে ধোকা হয়েছে। কর্মসংস্থানের ব্যাপক অভাব। এর জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরা থেকে বিজেপিকে পরাস্ত করে ছাড়বে কংগ্রেস। মূল উদ্দেশ্য ত্রিপুরা থেকে বিজেপিকে বরখাস্ত করা। কংগ্রেস ত্রিপুরায় বামফ্রন্টের সাথে আসন সামঝোতা করে এই লড়াইয়ে সফলতা অর্জন করে শান্তি ফিরিয়ে আনবে। এবং বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে বাম ও কংগ্রেসের সরকার।
এবং বিজেপিকে পরাস্ত করতে নিরপেক্ষ ভোটের জন্য যদি রাষ্ট্রপতির কাছে যেতে হয় তাহলে কংগ্রেস যেতে প্রস্তুত। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন জাতীয় কংগ্রেসের মিডিয়া চেয়ারম্যান পাওয়ান খেরা। কংগ্রেস দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আগামী পাঁচ বছরের মধ্যে ত্রিপুরার মানুষের মুখে পুনরায় হাসি ফোটাতে। কারণ দীর্ঘ পাঁচ বছরে ত্রিপুরায় কর্মসংস্থানের যেমন অভাব ছিল একইভাবে জিনিসপত্রের মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। বিজেপি বছরে পঞ্চাশ হাজার চাকুরির যে প্রতিশ্রুতি ২০১৮ সালে দিয়েছিল সেগুলো পর্যন্ত পালন করেনি। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বেকারত্বের দিকে ত্রিপুরা শীর্ষস্থান দখল করে আছে। বর্তমানে ত্রিপুরায় ১৬. ১ শতাংশ বেকারত্ব রয়েছে। এ বিষয়ে বর্তমানে দিল্লি থেকে ত্রিপুরায় প্রচারে আসা নেতৃত্বদের কাছে প্রশ্ন করলে তারা এর জবাব দিতে পারবে না। তিনি আরো বলেন, ত্রিপুরার মানুষ এই বিজেপির দুর্বৃত্তদের হুমকি ভয় পায় না। মানুষ প্রস্তুত হয়ে আছে ভোট দিয়ে বিজেপিকে ত্রিপুরা থেকে ফেরত পাঠাতে। কিন্তু তাদের কোনভাবেই সফল হতে দেবে না কংগ্রেস। কারণ নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিজেপির পরাজয় নিশ্চিত বলে অভিমত ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলন থেকে যেদিন আরও ঘোষণা দেওয়া হয় আগামী কিছুদিনের মধ্যে রাজ্যে ভোট পর্যায়ে আসবেন দিল্লি থেকে কংগ্রেসের নেতৃত্ব।