স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর : বুধবার শিক্ষা ভবনে উচ্চ শিক্ষা দপ্তর, এস সি ই আর টি, এলিমেন্টারী ও হায়ার সেকেন্ডারির এবং সমগ্র শিক্ষার আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী রতন লাল নাথ। শিক্ষা দপ্তর যেন ব্যতিক্রমী দপ্তর হতে পারে তার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।
তিনি আরও জানান রাজ্যের সব চাইতে বড় দপ্তর এটি। প্রতিটি বাড়িতে শিক্ষা দপ্তর রয়েছে। তাই এই দপ্তরের প্রতি সকলের নজর রয়েছে। মানুষের আশা আকাঙ্ক্ষাগুলি যাতে আরও বেশি করে প্রদান করা যায় সেদিকে আলোকপাত করেন মন্ত্রী রতন লাল নাথ। ডাই ইন হারনেস, এস সি ই আর টি, ক্যারিকুলাম সহ সমস্ত বিষয়ে আলোচনার মাধ্যমে একটি দল হিসাবে যাতে কাজ করতে পারে তা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি। প্রতিদিন শিক্ষা দপ্তরের একাধিক কাজ রয়েছে। তাই এই পর্যালোচনার বৈঠক বলে জানান মন্ত্রী।