স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি : আগরতলা শহরে বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচারে রাজ্যে এসে ঝড় তুললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার সকালে তিনি রাজ্যে আসেন। রাজ্যে এসে তিনি বাগবাসা বিধানসভা কেন্দ্র ও কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের হয়ে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় জন সমাবেশ করেন।
জনসমাবেশ শেষে তিনি ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার মানিক সাহার হয়ে রোডশো করেন। রাজধানীর রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হয় এই রোডশো। হুড খোলা গাড়িতে করে রবীন্দ্র ভবনের সামনে থেকে বটতলা পর্যন্ত রোডশো করেন তিনি। সাথে ছিলেন বিজেপি প্রার্থী ডাক্তার মানিক সাহা। রোডশো থেকে বিজেপি প্রার্থী ডাক্তার মানিক সাহার হয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী আদিত্য নাথের রোডশোকে কেন্দ্র করে এইদিন আগরতলা শহরের রাজপথ দখল নেয় বিজেপি কর্মী সমর্থকরা।