স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : কালো হরি কম্পনে দুর্বৃত্তরা ভাঙচুর করল ফরওয়ার্ড ব্লকের নির্বাচনী বুথ অফিস। নষ্ট করে দেয় প্রচার সজ্জা। মারধর করে এক কর্মীকে এবং প্রাননাশের হুমকি দেওয়া হয় এলাকার ফরওয়ার্ড ব্লকের কর্মীদের। এই ঘটনাটি সংঘটিত হয়েছে ১৪ বাধারঘাট বিধানসভার অন্তর্গত হঠাৎ বাজার এলাকায়।
ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ছুটে যায় এলাকার প্রার্থী পার্থ নিরঞ্জন সরকার এলাকায় ছুটে যান। কথা বলেন কর্মীদের সাথে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন রবিবার রাতে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা এলাকার রামু দাস নামে এক ফরওয়ার্ড ব্লকের কর্মীর বাড়িতে গিয়ে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে এসে ৬৮ নং বুথ অফিসটি ভাঙচুর করে। তারপর প্রদীপ দাস নামে এক কর্মীকে মারধর করে এলাকার অন্যান্য কর্মীদের পাননাশের হুমকি দিয়ে যায়। পরবর্তী সময় খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে এলাকায় মোতায়েন করেছে আধা সামরিক বাহিনী।
এই ঘটনার সম্পর্কে অভিযুক্ত বিজেপি কর্মী সঞ্জিত সরকার, রামপ্রসাদ আচার্য এবং শঙ্কর দত্ত সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে আমতলী থানায়। এর পাশাপাশি গোটা ঘটনার বিস্তারিত রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। কিন্তু অভিযুক্তরা এখনো ফোনের মাধ্যমে ফরওয়ার্ড ব্লকের কর্মীদের হুমকি-ধমকি দিয়ে চলেছে। প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবি জানান তিনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই ঘটনায় স্পষ্ট জিরো ভায়োলেন্সে নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও আরক্ষা প্রশাসনের গাফিলতি রয়েছে। যার কারনে পর্যাপ্ত পরিমাণে আধা সামরিক বাহিনী থাকার পরেও প্রতিহিংসা মূলক সন্ত্রাস লাগাতার বাড়ছে।