Thursday, March 30, 2023
বাড়িরাজ্য২,৩০০ ভোটার বিজেপি'তে যোগদান

২,৩০০ ভোটার বিজেপি’তে যোগদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার প্রদেশ বিজেপির নির্বাচনী কার্যালয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ অন্যান্য নেতৃত্ব। বিজেপির নীতি আদর্শকে সামনে রেখে এবং দেশ ও প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস দল পরিহার করে ২৩০০ জন ভোটার বিজেপি দলে শামিল হয়।

বৃহস্পতিবার বিজেপির নির্বাচনী কার্যালয়ে দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা , প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। এদিন প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, তৃণমূল কংগ্রেসের নেতা তাপস খিসা, তাপস রায় সহ যুব তৃণমূলের এবং কংগ্রেসের একাধিক নেতৃত্ব বিজেপি দলে যোগদান করেন। যারা এখনো দোদুল্যমান অবস্থায় রয়েছেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আহ্বান জানান আর দেরি না করে বিজেপি দলে সামিল হওয়ার জন্য। দেশকে অগ্রগতি ও শক্তিশালী করতে বিজেপি দলে শামিল হওয়ার বার্তা দেন তিনি। তাদের হাত ধরে আগামী দিনে দল আরো মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য