স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : বামফ্রন্টের পক্ষ থেকে প্রথমে ৪৭টি আসনে মনোনীত প্রার্থী দেওয়া হয়েছিল। বাকি ১৩ টি আসন কংগ্রেসের জন্য ছাড়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে কংগ্রেস ১৩ জনের জায়গায় ১৭ জনের নাম প্রকাশ করে। তারা সকলেই মনোনয়ন পত্র দাখিল করে। তারপর কংগ্রেসের সাথে আবারো বামফ্রন্টের আলোচনা হয়। এই আলোচনা শুধু রাজনৈতিক স্তরে হয়নি।
ত্রিপুরা রাজ্যের মানুষ চাইছে বিজেপি থেকে ত্রিপুরাকে মুক্ত করতে সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তাই আজ দুপুর তিনটা মধ্যে বামফ্রন্টের ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র তুলে নেয়। কংগ্রেসও যে অতিরিক্ত আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল সেগুলিও তুলে নেয়। বামফ্রন্ট ৪৬ টি, কংগ্রেস ১৩ টি এবং বামফ্রন্ট সমর্থিত একটি নির্দল প্রার্থী সমঝোতার ভিত্তিতে লড়াই করতে চলেছে। তাই এখন মুখ্য উদ্দেশ্য হল নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করে জনগণের ইচ্ছে পূরণ করা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিক্রিয়া ব্যক্ত করে এই কথা জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি এদিন তিপ্রা মথার প্রসঙ্গ টেনে বলেন তিপ্রা মথার সাথেও আলোচনা হয়েছে। তাই আভ্যন্তরীন কিছু বিষয়ের জন্য একসাথে আসতে পারে নি বলে স্বীকার করলেন তিনি। পাশাপাশি তিনি বলেন, যেহেতু তিপ্রা মথার উদ্দেশ্য বিজেপিকে পরাস্ত করতে সুযোগকে সদ্ব্যবহার করার জন্য। বিজেপি পুনরায় ক্ষমতায় আসা মানে রাজ্যকে ধ্বংস করে দেওয়া। তাই বিরোধীদের পক্ষ থেকে যাতে কোন ধরনের দুর্বলতা না থাকে। এর জন্য আহ্বান জানান জিতেন্দ্র চৌধুরী। মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানান শক্তিশালী সমঝোতা হয়েছে। হাতে হাত রেখে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করবে বলে জানান তিনি।