Saturday, July 27, 2024
বাড়িরাজ্য১১ ও ১৩ ফেব্রুয়ারি ভোট প্রচারে আসতে পারেন প্রধানমন্ত্রী : মুখ্যমন্ত্রী

১১ ও ১৩ ফেব্রুয়ারি ভোট প্রচারে আসতে পারেন প্রধানমন্ত্রী : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : ৩ ফেব্রুয়ারী ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোটের প্রচারে রাজ্যে আসছেন বিজেপি-র রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন ঊনকোটি জেলার কুমারঘাটে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার সভা অনুষ্ঠিত হবে। কুমারঘাটের পূর্ত দপ্তরের মাঠে জেলা ভিত্তিক জনসভায় অংশ নেবেন তিনি। রাষ্ট্রীয় সভাপতির সফর ঘিরে বৃহষ্পতিবার যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

তিনি সভাস্হলের প্রস্তুতি পরিদর্শন করেন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আসলে বিধানসভায় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শীর্ষ নেতৃত্বরা রাজ্যে আসবেন। ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও সম্ভবত আগামী ১১ এবং ১৩ ফেব্রুয়ারি রাজ্যে ভোট প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে জানান মুখ্যমন্ত্রী।ইতিমধ্যে ভাজপার পক্ষ থেকে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। আসন্ন নির্বাচনের বৈতরণী পার হতে ব্যাপক জোর দিচ্ছে সবকটি রাজনৈতিক দলের মতো বিজেপি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য