Saturday, July 27, 2024
বাড়িরাজ্যদলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করলেন কংগ্রেস প্রার্থী টিটন পাল

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করলেন কংগ্রেস প্রার্থী টিটন পাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : জনগণের সাথে সস্তার রাজনীতি থেকে পিছিয়ে আসতে পারছে না রাজ্যের অধিকাংশ রাজনৈতিক দল। কখনো জোট আবার কখনো মনোনয়নপত্র তুলে নেওয়া হচ্ছে। আবার কখনো দিল্লি গিয়ে গোয়াটি গিয়ে চলছে দফায় দফায় বৈঠক। জনগণকে যেভাবেই বুঝাচ্ছে মনে হচ্ছে যেন জনগণ সেভাবেই বুঝে নিচ্ছে রাজনীতি। কিন্তু জনগণ যে যথেষ্ট সজাগ রয়েছে সেটা একবারের জন্য ভাবছে না কোন রাজনৈতিক দলের নেতৃত্ব।

কখনো বিরোধীদের নিশ্চিহ্ন করে দেওয়া, আবার কখনো কোন পরাস্ত করার যে আওয়াজ তোলা হচ্ছে তা নিয়ে ব্যাপক দ্বন্দ্বে রয়েছে রাজনৈতিক মহল। কি হতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে! ঢাক ঢোল বাজিয়ে ব্যাপক উল্লাসের মধ্যে দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আবার সেই মনোনয়ন পত্র তুলে নিচ্ছে মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন। এ দিন দিনভর দেখা গেল মনোনয়ন পত্র প্রত্যাখ্যান করে নিতে বহু রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের। ব্যতিক্রম ছিলনা ৩১ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্র। এদিন বিজেপি’কে রুখতে টিটন পালের মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বুধবার। ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাম কংগ্রেসের জোট ঘোষণা আগেই হয়েছিল। তার মধ্যে জোটে নিয়ে দেখা দিয়েছিল নানা সমস্যা। ‌সেই সমস্যা সমাধানে এক ধাপ এগিয়ে বৃহস্পতিবার দুপুরে ৩১ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী টিটন পাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। বাম কংগ্রেস জোটের আর এস পি প্রার্থী শ্রীকান্ত দত্তকে সমর্থন করা হয়েছে। টিটন পাল জানান, বিজেপি’কে পরাস্ত করতে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে যে জোট হয়েছে সে জোট অক্ষুন্ন রাখতে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যাতে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী জয়ী হওয়ার কোন সুযোগ না পায়। এবং এলাকায় বামফ্রন্ট মনোনীত আর এস পি প্রার্থী শ্রীকান্ত দাস কে জয়ী করার জন্য চেষ্টা করবে বলে জানান টিটন পাল।রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের মনোনয়নপত্র প্রত্যাহার ঘিরে একপ্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য