Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যবামফ্রন্ট এবং কংগ্রেসের তৈরি বুথ অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

বামফ্রন্ট এবং কংগ্রেসের তৈরি বুথ অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : সন্ত্রাসের বিচরণ ভূমি বিশালগড়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের তৈরি বুথ অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। ঘটনা বুধবার রাতে বিশালগড় বিধানসভা কেন্দ্রের নবীন নগর চকবাজার এলাকায়। জানা যায়, বুধবার রাতের বেলা কংগ্রেস এবং বামফ্রন্টের প্রচার সজ্জা দিয়ে সাজানো ২৩ নং বুথ অফিসটি কোন এক সময় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে এলাকায় বামফ্রন্ট এবং কংগ্রেস কর্মীদের নজরে আসে তাদের তৈরি করা ২৩ নং বুথ অফিসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

 কর্মীদের মুখ থেকে এই বিষয়ে জানতে পেরে এলাকায় ছুটে আসে দুই দলেরই কার্যকর্তারা। এলাকার এক যুবকর্মী জানান গত পাঁচ বছর ধরে বিজেপির মাতাল বাহিনীর যন্ত্রণায় অতিষ্ঠ। চাঁদের জন্য জুলুমবাজি করেছে। চাঁদা দেওয়া না হলে বাড়ি ঘর ভাঙচুর করেছে। শুধু তাতে ক্ষান্ত থাকে নি এই দুর্বৃত্তরা। মারধর করেছে বাড়ির লোকজনদের। এর আগে এলাকায় যে শান্তি পরিবেশ ছিল তা নষ্ট করে দিচ্ছে বিজেপির মাতাল বাহিনী। তাই এলাকার শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করলে এভাবে প্রতিহিংসামূলক সন্ত্রাসের ঘটনা সংঘটিত করছে তারা। বিজেপির গুন্ডাবাহিনীদের বিরুদ্ধে যাতে সুষ্ঠু তদন্ত হয় তার জন্য পুলিশকে এদিন ফোন করা হয়। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসলে অভিযুক্তদের নাম জানানো হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মোতায়েন করা হয়েছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য