স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : কমলপুরে কংগ্রেসে অন্দরে মনোনীত প্রার্থী নিয়ে বিদ্রোহ এখনো থামে নি। মনোনীত কংগ্রেস প্রার্থী রুবি ঘোষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সিপিআইএম মনোনীত প্রার্থীকে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে দিচ্ছে না। সিপিআইএম মনোনীত প্রার্থীর বাড়িতে গিয়ে ধর্নায় বসে কংগ্রেস কর্মীরা। এই ঘটনার বিবরণে জানা যায়, ৪৫ নং কমলপুর কেন্দ্রের সি পি আই এম -র প্রার্থী রঞ্জিত ঘোষের বাড়িতে কংগ্রেস ও সি পি আই এম কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে মনোনীত সিপিআইএম প্রার্থী রঞ্জিত ঘোষ ‘র বাড়িতে ধর্নায় বসে।
কারণ এদিন সি পি আই এম -র প্রার্থী পদ থেকে রঞ্জিত ঘোষ মনোনয়ন পত্র প্রত্যাহার করার কথা। কিন্তু কর্মীরা শ্রী ঘোষের বাড়ি ঘেরাও করে দাবি জানায় মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন না রঞ্জিত ঘোষ। কংগ্রেস কর্মীদের বক্তব্য তারা কংগ্রেস প্রার্থী রুবি ঘোষ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জেলা সভাধিপতি পদে বসে দীর্ঘ সাড়ে চার বছর অর্থ লুটপাট করেছেন। তারপর তিনি কংগ্রেসের যোগদান করে আগরতলার কংগ্রেস নেতাদের ম্যানেজ করে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু এই দুর্নীতিগ্রস্ত রুবি ঘোষকে তারা কংগ্রেসের প্রার্থী হিসেবে মেনে নিতে পারছে না বলে দাবি কংগ্রেস নেতা উত্তম পাল। অবশেষে সিপিআইএম মনোনীত প্রার্থী রঞ্জিত ঘোষ মনোনয়ন প্রত্যাহার করেন। এ ধরনের ঘটনা হয়তো রাজ্যের ইতিহাস নিয়ে। কিন্তু বিজেপিকে পরাস্ত করতে যে কতটা বাধ্য হচ্ছে দুই দলের কর্মীরা সেটা এদিন আরও একবার স্পষ্ট করে দিয়েছে।