স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : আমতলী থানার অন্তর্গত মতিনগর এলাকায় এক যুবকের কাছ থেকে ১২ টি প্যাকেটে ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। আটক করা হয় অভিযুক্ত যুবককে। ধৃত যুবকের নাম জওহর মিয়া। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ ১২০ গ্রাম।
বাজেয়াপ্ত ব্রাউন সুগারের বাজার মূল্য ৪০ লক্ষাধিক টাকা হবে বলে অতিরিক্ত পুলিশ সুপার রাজদীপ দেব জানিয়েছেন। তিনি আরো জানান সে গরুর ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছে। তার কয়েকটি গাড়ি রয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের জালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।