Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমবস্বর আলী বিজেপির প্রার্থী হওয়ার অযোগ্য বলে রিটার্নিং অফিসারের কাছে চিঠি দিলেন...

মবস্বর আলী বিজেপির প্রার্থী হওয়ার অযোগ্য বলে রিটার্নিং অফিসারের কাছে চিঠি দিলেন জিতেন্দ্র চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি : গেরুয়া রামাবলি পরেও রাহু কেতুর্দশা কাটলো না কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী মবস্বর আলীর। তিনি সোমবার মনোনয়ন পত্র রিটানিং কাছে দাখিল করেছেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো তিনি বর্তমানে বিধানসভার সদস্য এবং সিপিআইএম দলের সদস্য হিসেবে রয়ে গেছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী মবস্বর আলী দলের সদস্য পদ থেকে এবং বিধায়ক পদ থেকে পদত্যাগ না করে সিপিআইএম দল থেকে প্রার্থী হতে না পারা বিধায়ক বিজেপি দলে যোগদান করেছেন।

এবং বিজেপি থেকে মনোনীত প্রার্থী হয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এমনটাই সিপিআইএম দলীয় সূত্রের খবর। যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কৈলাসহর রিটার্নিং অফিসারের কাছে চিঠি দেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি চিঠিতে ষ্পষ্ট উল্লেখ করে বলেন, সামাজিক মাধ্যমে জানা গেছে মবস্বর আলী, বিজেপির পৃষ্ঠপোষক প্রার্থী হিসাবে ৫৩-কৈলাশহর বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। মবস্বর আলী ২০১৮ সালে সিপিআইএম -এর প্রার্থী হিসাবে ৫৩- কৈলাশহর বিধানসভা কেন্দ্র থেকে ত্রিপুরা বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। এখনও তিনি ত্রিপুরা বিধানসভার একজন বর্তমান সদস্য এবং সেই হিসেবে তিনি সিপিআইএম -এর সদস্য। সিপিআইএম লড়াই করে ত্রিপুরা বিধানসভার সদস্য হয়েছেন। মবস্বর আলী বিধানসভা থেকে পদত্যাগ করেন বা তাকে দল দ্বারা বহিষ্কার করা হয় তবে তাকে অন্য কোনও দলের সদস্য বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে গ্রহণ করা যায় না। কারণ বর্তমানে মহস্বর আলি সিপিআইএম -এর একজন সদস্য। একই সাথে বিধানসভায় একজন বর্তমান বিধায়ক হিসেবে রয়েছেন। সুতরাং বিজেপি মনোনীত প্রার্থী মবস্বর এখনো অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করে প্রার্থী হওয়ার অযোগ্য বলে দাবি করেন জিতেন্দ্র চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য