Saturday, July 27, 2024
বাড়িরাজ্যরাজ্যে মনোনয়নপত্র জমা পড়ল সর্বমোট ৩০৫ টি

রাজ্যে মনোনয়নপত্র জমা পড়ল সর্বমোট ৩০৫ টি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জানুয়ারি : ২০২৩ বিধানসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার। শান্তিপূর্ণভাবে এদিন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সারা রাজ্যে এদিন ২২৮ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। সোমবার পশ্চিম জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনের বিষয়ে জানান রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিক কিরণ গিত্যে।

২০১৮ সালে সর্বমোট মনোনয়ন পত্র জমা পড়েছিল ২৯৭ টি। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আজকের দিন পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়েছে ৩০৫ টি। যাতে কোন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর সমস্যায় পড়তে না হয় তার জন্য এদিন রাজ্যে মোট ৬০ জন রিটার্নিং অফিসার মনোনীত জমা নিতে প্রস্তুত রাখা হয়েছিল। এদিন কোন মনোনীত প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করতে আসতে কারোর দ্বারা বাধার সম্মুখীন হয়নি। জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে  বলে জানান রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক কিরণ গিত্যে। মঙ্গলবার একটি স্কুটিনি তালিকা করা হবে। স্কুটিনি করতে রাজ্যে এসেছে ২৫ জন পর্যবেক্ষকের প্রতিনিধি। এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন থাকবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। ২ ফেব্রুয়ারি দুপুর তিনটা পর স্পষ্ট হয়ে যাবে কত জন মনোনীত প্রার্থী আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করছেন বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি জানান মনোনয়নপত্র দাখিল করা ৩০৫ জনেরই মিলবে নিরাপত্তা কর্মী। যারা মনোনয়নপত্র প্রত্যাহার করবে তাদের নিরাপত্তা কর্মীও প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানান তিনি। আরো জানান, পুলিশ অফিস অবজারভার ত্রিপুরা এসেছে। তারা আটটি জেলাতেই দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিশেষ অবজারবার রয়েছেন। এ বিশেষ অবজারভার গোটা রাজ্যের নির্বাচনী পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানান রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য