Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যপাতালকেই চ্যালেঞ্জ করলো বিজেপি'র জোট সঙ্গী

পাতালকেই চ্যালেঞ্জ করলো বিজেপি’র জোট সঙ্গী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : মতবিরোধ হয়ে বিজেপির সাথেই প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থী দিলো আই পি এফ টি। কারণ বিজেপি ও আইপিএফটি-র জোটের ফলে কিছু কিছু বিধানসভা এলাকায় সমস্যায় পড়তে হচ্ছে শাসক দল বিজেপি’কে। জোট ধর্ম পালন করতে গিয়ে আইপিএফটি -কে আসন ছাড়তে গিয়েই দেখা দিয়েছে সমস্যা। এদিকে বিজেপি এবং আইপিএফটি-র মধ্যে আসন নিয়ে তৈরি হল জটিলতা। ৪১ অম্পিনগর আসনে বিজেপি দল প্রার্থী ঘোষণা করেছে।

 রবিবার একই আসনে প্রার্থী ঘোষণা করে আইপিএফটি। আই পি এফ টি-র  প্রার্থী ঘোষণা করায় জোট নিয়ে তৈরি হল সমস্যা। এদিন সন্ধ্যায় কুমারী টিলা প্রমোদ রিয়াং এর বাড়িতে সাংবাদিক সম্মেলন করে আই.পি.এফ.টি-র সাধারণ সম্পাদক  শুক্লাচরন নোয়াতিয়া প্রার্থীর নামের ঘোষণা দেন। জোট অনুযায়ী আগে ৫ টি বিধানসভায় পার্থী তালিকা ঘোষনা করে আই পি এফ টি। এবার নতুন করে আরো একটি আসনে প্রার্থী দিল তারা। ৪১ অষ্পিনগর  আসনে আই পি এফ টি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবে সিন্ধু চরন জমাতিয়া। যদিও এই কেন্দ্রে বিজেপি মনোনীত পার্থী রয়েছে পাতাল কন্যা জমাতিয়া। নতুন করে একটি আসনে প্রার্থী দেওয়ায় জোট শরিক আই পি এফ টি মোট ৬ টি আসনে লড়াই করছে। যদি এ বিষয়টি রবিবার সন্ধ্যায় আরো একবার স্পষ্ট করে দিল রাজ্যে বিজেপি এবং আইপিএফটি মধ্যে যে আসন ভাগাভাগি সামঝতা হয়েছে তা রীতিমতোই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে দলীয় নেতাদের। কারণ তৃণমূল স্তরে কর্মীরা আসন সমঝোতা মেনে নিতে পারছে না বলে দলীয় সূত্রে খবর। তাই নতুন করে রাজনৈতিক সমীকরণ কষতে শুরু করেছে বিজেপি এবং আইপিএফটি দলের নেতারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য