Saturday, January 25, 2025
বাড়িরাজ্যমনোনয়ন জমার প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

মনোনয়ন জমার প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : আগামী সোমবার ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এদিনে কংগ্রেস, বিজেপি, তিপ্রা মথা, তৃণমূল কংগ্রেস সহ একাধিক দলের প্রার্থীরা তাঁদের মনোনয়ন পত্র দাখিল করবেন রিটানিং অফিসারদের কাছে। এদিকে গত ২৭ জানুয়ারী পর্যন্ত মোট ৭৬ টি মনোনয়ন জমা পড়েছে।

কিন্তু বিগত দিনের ইতিহাস অনুযায়ী এই পরিসংখ্যান আরো বাড়বে। ২০১৮ সালে মোট ৩৫০ টি মনোনয়ন জমা পড়েছিল। শেষ দিনে ৩০০-র কাছাকাছি মনোনয়ন জমা পড়ার সম্ভবনা রয়েছে। পশ্চিম জেলার অন্তর্গত সদর মহকুমা শাসকের কার্যালয় দুইজন ,  পাশাপাশি জেলা শাসকের কার্যালয়ে দুইজন আর ও- মনোনয়ন গ্রহণ করবেন। শ্রমিক ভবনে একজন, শিক্ষাভবনে একজন, প্যালেস কম্পাউন্ড এবং গুর্খাবস্তীতে একজন করে আর ও- মনোনয়ন গ্রহণ করবে। সব মিলিয়ে আগরতলায় ৮ জন আর ও-র কার্যালয় রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার আগে দল গুলির কর্মীরা মিছিল করবেন। গোটা পক্রিয়াকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে।

সেই ব্যবস্থাপনা খতিয়ে দেখতে রবিবার আর ও- কার্যালয় গুলি পরিদর্শন করেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যে। সঙ্গে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক দেবপ্রিয় বর্ধন, পশ্চিম জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ, পশ্চিম জেলার পুলিশ অবজারভার সহ অন্যান্য আধিকারিকেরা। আগরতলা, জিরানীয়া এবং মোহনপুরের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক। সমস্ত আর ও- পুলিশ অফিসারদের নিয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।  সেই অনুযায়ী সময়, রাস্তা এবং জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই ক্ষেত্রে সকলের সহযোগিতা চান মুখ্য নির্বাচনী আধিকারিক। যাতে কোন অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সেদিকে নজর দেওয়ার বার্তা দেন তিনি। সদর মহকুমা শাসক ও জেলা শাসকের কার্যালয়ে ৬ টি বিধানসভা, প্যালেন্স কম্পাউন্ডে বড়জলা এবং গুর্খাবস্তীতে প্রতাপগড়ের মনোনয়ন জমা নেওয়া হবে। একই সঙ্গে জীরানীয়া এবং মোহনপুরে ৩ টি বিধানসভার মনোনয়ন জমা নেওয়া হবে। সব মিলিয়ে পশ্চিম জেলায় মোট ১৪ টি বিধানসভার মনোনয়ন জমা পড়বে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য