স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রয়াত মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার ঘোষণা করেছেন। গত ১ জানুয়ারি প্রয়াত মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা বার্ধক্য জনিত রোগে প্রয়াত হয়েছেন জিবি হাসপাতালে। শনিবার প্রয়াত মন্ত্রীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যী সহ অন্যান্য নেতৃত্ব। কথা বলেন প্রয়াত মন্ত্রীর পরিবারের সাথে।
প্রয়াত মন্ত্রীর প্রতিকৃতিতে সকলে শ্রদ্ধা জানান। পরবর্তী সময়ের মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রাজ্যে জনজাতিদের বিশেষ সম্মান দিয়ে প্রয়াত মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার ঘোষণা করেছেন। তাই আজকে মন্ত্রীর পরিবারের সাথে সাক্ষাৎ করে অভিনন্দন জানানো হয়েছে। প্রয়াত মন্ত্রীর কর্মকাণ্ডের সম্পর্ক অবগত রয়েছেন বলে জানান তিনি। আগামী দিনে প্রয়াত মন্ত্রীর আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়া হবে বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।