Wednesday, June 7, 2023
বাড়িরাজ্যজোটের উর্ধ্বে উঠে ১৭ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস

জোটের উর্ধ্বে উঠে ১৭ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি :  জোটের উপর আস্থা হারিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। বামফ্রন্টের সাথে প্রার্থী তালিকায় সমঝোতা না করেই এদিন প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। ১৭ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে শনিবার।

 জোটের  ফাটল নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। শনিবার দুপুরে ১৭ টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। প্রার্থী তালিকায় অধিকাংশই রয়েছে দলের শীর্ষস্তরের নেতৃত্ব। ২ নং মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রশান্ত সেন চৌধুরীকে, ৪ নং বড়জলা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে শ্রীষ্ঠ মোহন দাসকে, ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে এলাকার বহুবারের বিধায়ক সুদীপ রায় বর্মনকে, ৮ টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে এলাকার প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহাকে, ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা এলাকার প্রাক্তন বিধায়ক গোপাল রায়কে, ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে কেশব সরকারকে, ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রাজকুমার সরকারকে, ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সুশান্ত চক্রবর্তীকে, ১৯ চড়িলাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অশোক দেববর্মাকে, ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অশোক কুমার বৈদ্যকে, ৩১ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে টিটন পালকে, ৩২ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রণজিত রায়কে, ৪৫ কমলপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রুবি গুপকে, ৪৮ করমছড়া এস টি আসন থেকে প্রার্থী করা হয়েছেন দিবারচন্দ্র রাঙ্খলকে, ৫০ পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী  করা হয়েছে সত্যবান দাসকে, ৫৩ কৈলাসহর থেকে প্রার্থী করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহাকে এবং ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে চয়ন ভট্টাচার্যীকে।

 কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে জোট কংগ্রেসের জন্য মাত্র ১৩ টি আসন ছাড়া হয়েছিল। তারপর থেকে দুই দলের অন্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বামফ্রন্টের নেতৃত্বদের কাছে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় যাতে আরো কয়েকটি আসন ছেড়ে দেওয়া হয়। কিন্তু বিজেপিকে পরাস্ত করতে বামফ্রন্ট কংগ্রেসের উপর আস্থা রাখতে পারেনি। যার কারণে ১৩ টি আসনেই রেখেছিল বামফ্রন্ট। কিন্তু অন্তিম সময় চলে আসা আর বামফ্রন্টের উপর ভরসা রাখতে পারেনি, দিল্লির কংগ্রেস নেতৃত্ব। শেষ পর্যন্ত নিজেরাই ১৭ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো শনিবার। এতে আবারো স্পষ্ট হয়ে গেছে জোট চলছে বিপথে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য