Thursday, March 28, 2024
বাড়িরাজ্যসরকারি সাইনবোর্ড ভেঙ্গে পড়ে মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রের

সরকারি সাইনবোর্ড ভেঙ্গে পড়ে মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জানুয়ারি : ভাগ্যের কি পরিণতি! আর খেলতে পারবে না প্রসেনজিৎ। একা হয়ে গেল মা। সবেমাত্র তৃতীয় শ্রেণীতে পড়ত প্রসেনজিৎ। খেলতে গিয়েই তার জীবন দ্বীপ চিরতরে নিভে গেল। অভিশপ্ত খেলায় সহপাঠী খেলোয়াড়ও হতবাক, শোকে পাথর। মর্মান্তিক এই ঘটনাটি বুধবার দুপুরে কল্যাণপুর ব্লকের পশ্চিম দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের খাস কল্যাণপুর গ্রামে। মৃত ছাত্রের নাম প্রসেনজিৎ পাল। বয়স ৮ বছর। বাড়ি খাস কল্যাণপুর দেবপাড়া। অন্যান্য দিনের মতোই বাড়ির এক কোণে সহপাঠীদের নিয়ে লুকোচুরি খেলতে ছিল প্রসেনজিৎ সহ অন্যান্য দুতিনজন স্কুল পড়ুয়া। সেখানেই ইতিপূর্বে রেগা কাজের নির্মীয়মান পাকা

সাইনবোর্ড ভেঙ্গে পড়ে প্রসনজিতের উপর। তার এই করুন দৃশ্য দেখে সহপাঠীরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে বিশালাকার ভেঙ্গে টাকা পাকা সাইনবোর্ডের নিচ থেকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে প্রসেনজিতকে। সাথে সাথেই কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আপ্রাণ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। মুহূর্ত্বের মধ্যেই নিথর হয়ে যায় পিতৃহীনা মায়ের একমাত্র পুত্র সন্তান প্রসেনজিৎ। ভাগ্যের এই নির্মম পরিহাস মেনে নিতে পারছে না অসহায় মা। স্বামী হারানোর পর এবার ছেলে হারাবে সেটা ভাবতেও পারে নি একা হয়ে যাওয়া প্রসেনজিতের মা। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য