স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি : কংগ্রেস এবং সিপিআইএম এক মঞ্চে আসার পর রাজ্য রাজনীতির পারদ প্রায় উর্ধ্বমুখী। দিকে দিকে শুরু হয়েছে প্রধান বিরোধী দল সিপিআইএমের বিজেপি হাটাও মিছিল।
প্রতিটি বিধানসভা কেন্দ্রে শত শত কর্মী সমর্থক নিয়ে সকাল সন্ধ্যা রাস্তায় নামছে সিপিআইএম নেতৃত্ব। মঙ্গলবার রামনগর স্পোটিং ক্লাবের সামনে থেকে সিপিআইএমের বিজেপি হাটাও মিছিলটি শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রতিশ্রুতির খেলাফকারী বিজেপি সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। তাই এ বিজেপি’কে হটাতে স্লোগান তোলা হয়েছে। নির্বাচনের আগে এই বিজেপি হটাও আওয়াজটা গোটা গ্রাম পাহাড় শহর সর্বত্র উঠেছে বলে জানান। মিছিলিটি এদিন রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। শতাধিক কর্মী সমর্থক এদিন মিছিলে অংশগ্রহণ করে।