স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জানুয়ারি : ১৮ জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বেআইনিভাবে নানা স্থানে লাগানো হোর্ডিং, ফ্লাক্স সহ দলীয় পতাকা খোলার কাজ। নির্বাচনের আগে প্রতিদিন অলিগলি সর্বত্রে প্রশাসনিক কর্মীরা রং দিয়ে দিল্লি এবং রাজ্যের নেতাদের মুখ ঢাকছে। যা রাজ্যের ইতিহাসে বিরল বলার চলে।
কোটি কোটি টাকা ব্যয় করে যেভাবে নেতারা রাস্তার পাশে যেখানে সেখানে দেওয়ালে সুশাসন, সেবা এবং উন্নয়নের নাম করে নিজেদের ছবি হোর্ডিং ফ্লেক্স প্রচার করেছিল। জনগণের অর্থ আদ্ধ শ্রাদ্ধ করে লাগানো তাদের এই চেহারার ফসল আর ঘরে তুলতে পারেনি। সুতরাং নিজেদের একতরফা আধিপত্য এবার দেওয়াল থেকেও মুছে যাচ্ছে। যদিও ধাপ্পাবাজি করে যেখানে সেখানে জনগণের পয়সা দিয়ে চেহারা দেখাতে কোন পিছুপা হাটে না তারা। যার ফলে নিজেদের চেহারা নির্বাচনে আগে রাস্তার পাশের দেওয়ালে দেখাতে পারবে না।