Sunday, January 26, 2025
বাড়িরাজ্যপ্রার্থী তালিকা নিয়ে সিপিআইএমের রুদ্ধশ্বাস বৈঠক

প্রার্থী তালিকা নিয়ে সিপিআইএমের রুদ্ধশ্বাস বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জানুয়ারি :  মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য হাতে সময় কম। প্রার্থী নিয়ে রুদ্ধশ্বাস বৈঠক শুরু হয়েছে সিপিআইএমের। ১৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণার পর সবকটি রাজনৈতিক দলের মধ্যে জোট নিয়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। ফলে দিন ফুরিয়ে গেছে জোটের অপেক্ষায়। তবে ইতিমধ্যে জোটের আশা রেখেই সিপিআইএম নিজেদের প্রার্থী তালিকা প্রস্তুত করতে রুদ্ধশ্বাস বৈঠক শুরু করেছে।

 যদিও এক ছাতার নিচে আসার বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম। এই জোটে কিছু অন্যান্য দলও সামিল হয়েছে। তবে বামফ্রন্টের প্রধান শরিক দল সিপিআইএম বরাবরের মতই নির্বাচনী ব্যাটন নিজের হাতে রাখতে মরিয়া। বাকী শরিক দল গুলির সঙ্গে আলোচনার আগেই সিপিআইএম তাদের প্রার্থী বাছাই পক্রিয়া শুরু করে দিয়েছে। সোমবার মেলার মাঠ স্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে নির্বাচনে প্রার্থী বাছাই করতে বৈঠক শুরু হয়। এই বৈঠকে সিপিআইএম সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরি ছাড়াও ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী, পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

একই সঙ্গে নির্বাচনী জোট শরিক কংগ্রেস দলকে কোন কোন আসন ছাড়া হবে তা নিয়েই আলোচনা হয় সিপিআইএম-র এই বৈঠকে বলে খবর। রাজ্য কমিটির এই বৈঠকের শেষে সম্ভবত মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট। এই ক্ষেত্রে আসন সমঝোতা নিয়ে রয়েছে জোর গুঞ্জন। এদিকে যতদূর খবর এবার যুবকের সামনে আনতে চলেছে সিপিআইএম। তাদের সার্বিক বিষয়ে নজর দিয়ে প্রার্থীর তালিকায় স্থান দেওয়া হতে পারে যুবতদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য