স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকালে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের এক নং বুথে কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করেন এলাকার প্রাক্তন বিধায়ক গোপাল রায়। তিনি রোড শো -তে বের হয়ে জনগণের কাছে দাবি করেন এলাকায় পুনরায় কংগ্রেসকে প্রতিষ্ঠিত করার জন্য।
পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেন ২০১৮ সালে বিজেপি এবং আইপিএফপি জোট সরকার প্রতিষ্ঠিত হয়ে পাঁচ বছরে ত্রিপুরাকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে। বেকার শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ অত্যন্ত যন্ত্রণার মধ্যে দিন কাটিয়েছে পাঁচটি বছর। তাই মানুষ চাইছে এই সরকারকে পরিবর্তন করতে। আসন্ন নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে সরকার হবে ত্রিপুরা। বিজেপি’র খাতা খোলা কঠিন হয়ে দাঁড়াবে বলে দাবি করলেন তিনি। আরো বলেন বাইক বাহিনী দিয়ে নির্বাচন হয় না। আস্তে আস্তে বিজেপি ঘরে ঢুকে যাবে। মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতে হবে। এবং এই ভোটেই বিজেপি ত্রিপুরা থেকে বিতাড়িত হবে বলে জানান তিনি। বিভিন্ন পথ পরিক্রমা করে কংগ্রেসের এই রোড শো।