স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি : নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রচারে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার সকালে নিজ বিধানসভা কেন্দ্র ৮ টাউন বড়দোয়ালীতে বাড়ি বাড়ি প্রচারে যান তিনি। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিধানসভা কেন্দ্রের বাড়ি বাড়ি প্রচার সারেন তিনি।
তুলে দেন সরকারের কত পাঁচ বছরের বিভিন্ন কাজের বিবৃতি। পরে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রতিটি জায়গায় মানুষ স্বতঃ স্ফূর্ত সাড়া দিচ্ছে। মানুষ অনুভব করছে এই সরকার জনতার সরকার। মানুষের জন্য কাজ করে। অন্যদিকে দেশের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী। এই উন্নয়ন অব্যাহত রাখতে মানুষ বদ্ধপরিকর। ডাবল ইঞ্জিনের সরকারের সুফল পেতে শুরু করেছে মানুষ। স্বচ্ছতা, উন্নয়ন এবং আইন শৃঙ্খলাকে পাথের করে নির্বাচনে লড়াই করবে বিজেপি। অন্যদিকে বিরোধীদের মুখ দেখানোর কোন রাস্তা নেই। তাদের মিতালী এখন প্রকাশ্যে এসেছে। এই জোটকে মানুষকে প্রত্যাখ্যান করবে। ৫০ -র অধিক আসন নিয়ে বিজেপি ক্ষমতাসীন হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।