স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি : নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই খুন তিপ্রা মথার নেতা প্রণজিৎ নমঃশূদ্র। ঘটনা সুরমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যোগেন্দ্র নমঃশূদ্র পাড়া এলাকায়। বুধবার রাত নয়টা নাগাদ বাজার থেকে বাড়ি ফেরার সময় যোগেন্দ্র নমঃশূদ্র পাড়া এলাকার মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে আঘাতপ্রাপ্ত করা হয়। জানা যায় প্রনজিৎ নমঃশূদ্র সুরমা বিধানসভা কেন্দ্রে একটা সময় সিপিআইএম -এর নেতা হিসাবে পরিচিত ছিল। সাত মাস পূর্বে সে তিপ্রা মথা দলে যোগদান করেন।
তিপ্রা মথা দলের হয়ে বিধানসভা এলাকায় কাজও শুরু করেন। এরই মধ্যে এদিন রাতের বেলা একটি দুষ্কৃতির দল তার গাড়ি দাঁড় করায়। এবং গাড়িতে ভাংচুর করে। পরবর্তী সময় দুষ্কৃতীরা প্রনজিৎ-কে দা দিয়ে কুপিয়ে গুরুতর ভাবে আহত করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত প্রনজিৎ-কে উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে না গিয়ে কুলাই জেলা হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়। প্রায় দুই ঘন্টা পর কুলাই জেলা হাসপাতাল থেকে প্রনজিৎ-কে পুনঃরায় কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। তারপর প্রনজিৎ-এর দেহ নিয়ে চলে পুলিশ ও চিকিৎসকদের মধ্যে নাটক। শেষ পর্যন্ত কমলপুর মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক প্রনজিৎ নমঃশূদ্রকে মৃত বলে ঘোষণা করে দেয়। কিন্তু তিপ্রা মথার কর্মীদের অভিযোগ এদিন রাতের বেলা বাজার থেকে ফেরার সময় রাত নয়টা নাগাদ গাড়ি আটকে খুন করা হয়েছে।
এবং এ ঘটনার সাথে ১৯ জন দুষ্কৃতিকারীর একটি দল জড়িত বলে দাবি করেন তারা। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এদিকে প্রাক্তন বিধায়ক তথা বর্তমান তিপ্রা মথার প্রথম সারির নেতা তাপস মজুমদার জানান, এখন বিজেপি ছাড়া আর কেউ করার কথা নয়। সুতরাং বিজেপি নিজেরা ক্ষমতায় আসতে এক ঘটনা সংঘটিত করেছে বলে দাবি করেন। এদিকে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলো নিত্য শুক্ল বৈদ্য, হরেকৃষ্ণ দাস, রাসমোহন দাস, নিশিকান্ত দেব। এদিকে অভিযোগ রয়েছে বামনছড়া পঞ্চায়েতের উপপ্রধান রাজু দেব ও কাজল নমঃ শূদ্র সহ আরো অনেকের বিরুদ্ধে। তারা সকলে পলাতক।