স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জানুয়ারি : নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসের মাইলেজ ক্রমশ বাড়িয়ে চলেছে গেরুয়া শিবির। এবার কংগ্রেসের প্রচার সজ্জা নষ্টের অভিযোগে থানায় ডেপুটেশন প্রদান করল খোয়াই ব্লক কংগ্রেস কমিটি। জানা যায় মঙ্গলবার সকালে খোয়াই বিধানসভার ৫০ নং বুথের সোনাতলা বাজার এলাকায় দলীয় পতাকা লাগানো হয়। কিন্তু ২৪ ঘন্টা অতিক্রান্ত হবার আগেই দুষ্কৃতীকারিরা কংগ্রেস দলের ফেস্টুন এবং দলীয় পতাকা তুলে নিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। পরবর্তী সময় বুধবার সকালে স্থানীয় কংগ্রেস কর্মীদের নজরে আসে।
খোয়াই কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য্য, খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি যতীন্দ্র গোপ ও বেশ কিছু কর্মীদের সাথে নিয়ে খোয়াই থানায় সুষ্ঠ তদন্তক্রমে দোষীদের গ্রেফতার জানিয়ে ডেপুটেশন প্রদান করেন কংগ্রেস দলের নেতৃবৃন্দ। অন্যদিকে খোয়াই থানার ওসি রাজ কুমার জমাতিয়া বিষয়টির সুষ্ঠ তদন্তের আশ্বাস দেন বলে জানা যায়। অন্য দিকে ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখমোখি হয়ে কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য জানান কংগ্রেস দলের দলীয় পতাকা কিংবা প্রচার সজ্জা নষ্ট করে রুখতে পারবেনা কংগ্রেসকে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে ছাড়বে বলে জানান তিনি।