Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যভোটের মুখে ১০ জন ওসির রদবদল

ভোটের মুখে ১০ জন ওসির রদবদল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জানুয়ারি :  নির্বাচন ঘোষণার আগে তড়িঘড়ি করে ওসি স্তরের বদলি সম্পূর্ণ করলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন। বুধবার সকালে ১০ জন ওসির রদবদল হয়। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে হোম ডিস্ট্রিকে কোন দায়িত্বপ্রাপ্ত অফিসার বা ওসি থাকতে পারবেন না। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় তার জন্য এই নির্দেশিকা রয়েছে।

 সে মোতাবেক পশ্চিম থানার ওসি জয়ন্ত কুমার দে -কে বদলি করা হয়েছে সাব্রুম থানায়। সাব্রুম থানার ওসি সমরেশ দাসকে বদলি করা হয়েছে পশ্চিম থানায়। পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জিকে বদলি করা হয়েছে জি আর পি -তে। সনজিৎ সেন -কে জি আর পি থেকে বদলি করা হয়েছে পূর্ব থানায় ওসি পদে। অরুন্ধতী নগর থানার ওসি সঞ্জীব লস্করকে বদলি করা হয়েছে কৈলাসহর থানায়। কৈলাসহর থানার ওসি বিজয় দাসকে বদলি করা হয়েছে অরুন্ধুতি নগর থানায়। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুবীর মালাকারকে বদলি করা হয়েছে কদমতলা থানায়। কদমতলা থানা থেকে সুশান্ত দেবকে বদলি করা হয়েছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়। লেফুঙ্গা থানার ওসি সিদ্ধার্থ সরকারকে বদলি করা হয়েছে গন্ডাছড়া থানায়। পার্থ নাথ ভৌমিক-কে গন্ডাছড়া থানা থেকে বদলি করা হয়েছে লেফুঙ্গা থানায়। সকলকে ওসি স্তরে দায়িত্ব দেওয়া হয়েছে। অতিসত্বর নিজ নিজ স্থানে যোগদান করে দায়িত্ব গ্রহণ করার জন্য বলা হয়েছে বদলির তালিকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য