স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ তম বর্ষ উপলক্ষে রবিবার আখাউড়া সীমান্তে ফন্ট্রিয়ার বিএসএফ ত্রিপুরার পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় বিএসএফ জওয়ানদের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
১৯৬৫ সালে দেশে বি এস এফ বাহিনীর প্রতিষ্ঠার পর থেকে দেশের সীমান্তে দাঁড়িয়ে দেশবাসীর নিরাপত্তার দায়িত্ব পালন করে চলেছে বি এস এফ জওয়ানরা। তারা আছে বলে দেশবাসী নিরাপদে রাতে ঘুমাতে পারে। দেশের সীমান্তে দাঁড়িয়ে রয়েছে বিএসএফ জওয়ানরা। তারা সীমান্তে দাঁড়িয়ে দেশকে নিরাপত্তা রক্ষা করছে। বছরে বিএসএফ -এর বাজেট ২০ হাজার কোটি টাকা। ফন্টিয়ারের অধীনে ১৮ টি ব্যাটেলিয়ান আছে। আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো নব প্রজন্মকে বিএসএফ জওয়ানদের ভূমিকা সম্পর্কে অবহিত করা বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন, বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী দেশ হতে পারে। কিন্তু সম্পর্ক সুভ্রাতৃত্বের। দুই দেশের কোন উৎসব হলে জওয়ানদের মধ্যে আনন্দ ভাগাভাগি হয়। ভারত বাংলাদেশকে কখনো শত্রু বলে মনে করে না। তাই আজকের দিনে মুক্তি যুদ্ধাদের শ্রদ্ধা এবং সম্মান জানানো হচ্ছে। এবং তাদের আত্ম বলিদান পুনরায় স্মরণ করা হচ্ছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বি এস এফ -এর আধিকারিকরা।