আগরতলা। ১২ ডিসেম্বর। রবিবার অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল এবং রেডিও লজিক্যাল ক্লিনিক্স এ্যাসোসিয়েশনের অষ্টম দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন রবীন্দ্র ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার।
রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে কিছুটা রক্তের ঘাটতি আছে। চাহিদা ও জোগানের মধ্যে অল্প ফারাক রয়েছে। ৮০ শতাংশ রয়েছে চাহিদা মেটানো হয় এই ধরনের রক্তদান শিবিরের মাধ্যমে। ধীরে ধীরে ক্লাব , সামাজিক প্রতিষ্ঠান গুলি তাঁদের রক্তদান শিবির শুরু করেছে। মানুষের মধ্যে মানসিকতায় পরিবর্তন এসেছে। এখন মানুষ জন্ম দিন, বিবাহ বার্ষিকী ও শ্রাদ্ধানুষ্ঠানেও রক্তদান শিবির করছেন। স্বার্থ ছাড়া মানুষের পাশে দাঁড়াতে রক্তদান করার আহ্বান জানান মেয়র দীপক মজুমদার। এদিন রক্তদান শিবিরে ৩০ জন রক্তদাতা অংশ গ্রহণ করেন।