আগরতলা। ১২ ডিসেম্বর। ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের ২০২২ ও ২০২৩ -এর টার্ম তথা ১১ তম রাজ্য কমিটি গঠন উপলক্ষে কর্মী সম্মেলন করা হয় রবিবার। আগরতলা টাউন হলে এই কর্মী সম্মেলন উপস্হিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি মুফতি তৈইবুর রহমান সহ রাজ্য নেতৃত্বরা।
এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠনের পাশাপাশি রাজ্য সরকারের কাছে সংখ্যালঘু মুসলিমদের স্বার্থে সরকারের নিকট ১১ দফা দাবি পেশ করে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ। ৫ টি বিষয় নিয়ে হয় এই সম্মেলন। আঞ্চলিক জমিয়ত, জেলা জমিয়তের সার্কুলার সমস্ত কর্মীবৃন্দকে অরাজনৈতিক অসাম্প্রদায়িক ভাবে মনের মিল, চিন্তার মিল, কাজের মিল ঠিক করে বলিষ্ঠ ভূমিকা নিয়ে কাজ করার জন্য উৎসাহিত করা এবং অতিতের যাবতীয় কাজের পর্যালোচনা করা হবে বলে জানান ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি তৈবুর রহমান।