আগরতলা। ১২ ডিসেম্বর। আগরতলা পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। আগরতলা পুর নিগমের সবগুলি আসনে ভারতীয় জনতা পার্টির বড় সাফল্যের পর মেয়র হিসেবে দায়িত্ব পান দীপক মজুমদার।
রবিবার ১৬ নম্বর ওয়ার্ড এলাকার একটি বিজয় মিছিল সংঘটিত হয়। মিছিলটি শংকর চৌমুহনি এলাকা থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন জয়ী প্রার্থী তথা মেয়র দীপক মজুমদার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এলাকাবাসীর প্রতি তিনি কৃতজ্ঞ। এলাকাবাসী ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তাই এলাকাবাসীর কাছে আবারও তিনি আশীর্বাদ গ্রহণ করতে যাবেন বলে জানান। তিনি আরো বলেন এলাকাবাসী সমস্যা আগামীদিনের সমাধান করার পাশাপাশি আগরতলার সবগুলি ওয়ার্ডের সমস্যা সমাধান করা এবং মৌলিক চাহিদা পূরণ করার দিকে তিনি গুরুত্ব দিয়ে কাজ করবেন। এদিন মিছিলে এলাকাবাসীর উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।